• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

লটারি পদ্ধতিতে ভর্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০২৪, ১১:৩৯ এএম
লটারি পদ্ধতিতে ভর্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা : ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ, ভর্তি পরীক্ষা বাতিলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা গণভবনের বিপরীতে সড়কে অবস্থান নিয়েছে। বিক্ষোভের কারণে দুই পাশের সড়ক বন্ধ হয়ে গেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, শিক্ষার্থীরা এখনও সড়ক অবরোধ করে আছে এবং তাদের বোঝানোর চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয়েছে এবং তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

শিক্ষার্থীরা আগেই কর্মসূচি ঘোষণা করেছিল এবং সে অনুযায়ী আজ সকাল ১০টায় তারা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে। পরে তারা সড়ক অবরোধ করে। এর ফলে আসাদ গেট থেকে গাবতলী যাওয়ার পথে যান চলাচল বন্ধ রয়েছে, যা শতশত মানুষকে ভোগান্তিতে ফেলেছে।

আলী ইফতেখার হাসান বলেন, পুলিশ প্রায় দেড় ঘণ্টা ধরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছে, কিন্তু তারা এখনও সড়ক ছাড়েনি। আন্দোলনকারীরা অধ্যক্ষের পদত্যাগ এবং ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অবস্থান করছে।

এমটিআই

Wordbridge School
Link copied!