• ঢাকা
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০২৪, ১২:৪৫ পিএম
তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধ

ঢাকা : সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে পুনরায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাখালী রেললাইনের ওপর শিক্ষার্থীরা অবস্থান নিলে রেল ও সড়কে যানচালাচল বন্ধ হয়ে যায়।

এতে করে মহাখালী এলাকায় চরম যানজট দেখা গেছে। ভোগান্তিতে পরেছেন যাত্রীরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন কলেজটির শতাধিক শিক্ষার্থী। এতে করে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

এসময় শিক্ষার্থীরা তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে, সড়ক পথ অবরোধ থাকায় বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুপাশে বাড়ছে যানবাহনের সারি।

এরআগে, গত অক্টোবর মাসের ২৪ তারিখেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তাঁরা। এতে মহাখালীসহ আশেপাশের এলাকাগুলোতে যানজটের সৃষ্টি হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!