• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০২৪, ০৯:০৬ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ ও সেনা বাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান চলছে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যান দিন-রাত মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে। বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে মাদক সেবন করছেন। বিশেষ করে কিশোর থেকে শুরু করে নারীরাও এখানে মাদক সেবন করছেন। উদ্যানে ঘুরতে আসা জনসাধারণ নানা ভোগান্তিতে পড়ছেন। এমনকি মাদক নিয়ে প্রায় সময় মারামারির ঘটনাও ঘটছে।

ওসি আরও বলেন, অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে। মাদকবিরোধী এ অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য এবং মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারাও আছেন।

এসএস

Wordbridge School
Link copied!