• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভা আটক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৬, ২০২৪, ০৯:৩২ এএম
ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভা আটক

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

রেজাউল মল্লিক বলেন, আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এমন একটি দলের হয়ে রাজনৈতিক তৎপরতার চেষ্টা চলছিল। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তামান্না জেসমিন রিভাকে রাজধানী থেকে আটক করা হয়েছে। 

তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

গত জুলাইয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেন। সারা দেশের মতো ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দেন। সে সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধের প্রতিরোধ গড়ে তোলেন। এতে টিকতে না পেরে পালিয়ে যান রিভা। এরপর থেকে তার হদিস ছিল না।

এসএস

Wordbridge School
Link copied!