ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কড়াইল বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। এরপর যোগ দেয় আরও ৩টি ইউনিট।
মোট ৭টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম বলেন, খবর পেয়েই ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
দেশের অন্যতম বড় বস্তি এই কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বাস করে। মূলত, গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় কয়েক দশক আগে এই বস্তি গড়ে ওঠে।
আইএ