• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত


নিজস্ব প্রতিবেদক:  ডিসেম্বর ২০, ২০২৪, ১২:১৪ পিএম
পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত

ঢাকা: রাজধানীর পূর্বাচলের তিন’শ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোতাসিম মাসুদ নামে বুয়েটের এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। 

বৃহস্পতিবার দিবাগত রাতে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ। আহত হন মেহেদী খান ও অমিত সাহা নামে আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় গাড়িটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারটি একজন সেনা কর্মকর্তার মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ। তবে গাড়িটিকে চালাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ।

আইএ

Wordbridge School
Link copied!