Menu
ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজিবুল ইসলাম পার্থ (৩৫) নামে এক পথচারী আহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে ধানমন্ডি লেকের ব্রিজ এলাকায় হামলার শিকার হন তিনি।
ভুক্তভোগী আজিবুল ইসলাম পার্থ একটি বেসরকারি হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
তিনি বলেন, আমি সকালবেলা অফিসের দিকে যাচ্ছিলাম। পথে তিনজন যুবক সম্ভবত ছিনতাই করে ফিরছিল। আমি দাঁড়িয়ে ছিলাম। তারা সরাসরি এসে আমাকে হামলা করে। তাদের একজন আমার হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাদের ধারণা ছিল আমি ছিনতাই দেখে ফেলেছি।
এর কয়েক মিনিট পর বুঝতে পারি হাতে রক্ত ঝড়ছে। পাশে একজন লোক ছুটে এসে আমার ব্যাগে থাকা লুঙ্গি দিয়ে হাত বেঁধে দেয়। এরপর হাসপাতালে নেয়।
এ বিষয়ে পরে তিনি থানা পুলিশকে অবহিত করবেন বলে জানান।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT