• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

বাড্ডা থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ১


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০২৫, ০৫:২৬ পিএম
বাড্ডা থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর বাড্ডা থেকে মো. সোহেল নামের অপহৃত এক যুবককে উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে মো. সাইফুর রহমান ওরফে সুমন (৪০) নামে অপহরণকারী চক্রের এক সদস্যকে।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে মধ্য বাড্ডার বাজার গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় ভিকটিম মো. সোহেল ও গ্রেপ্তার মো. সাইফুর রহমান বসবাস করতেন। একই এলাকায় বসবাসের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মাঝে তাদের মধ্যে মোবাইলে যোগাযোগ হতো। গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ভিকটিম সোহেল মোটরসাইকেলযোগে ব্যক্তিগত প্রয়োজনে নিজ বাসা থেকে বাড্ডা থানাধীন মধ্য বাড্ডা পোস্ট অফিস গলিতে পৌঁছালে মো. সাইফুর রহমানসহ অজ্ঞাতনামা ৩-৪ জন দুষ্কৃতকারী তার পথ রোধ করে ভয়ভীতি দেখায়। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল ও দুটি মোবাইলসহ তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরে রাত সোয়া ৯টার দিকে সাইফুর রহমান অপহৃত সোহেলের বন্ধু মো. জহিরুল ইসলামের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে না দিলে ভিকটিম সোহেলকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. খোরশেদ আলম রানার অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজুর পর বাড্ডা থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার ও আসামি গ্রেপ্তারে তৎপর হয়। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও আসামির অবস্থান শনাক্ত করে। পরে শনিবার রাত পৌনে ১২টায় বাড্ডার বাজার গলি এলাকার একটি রিকশা গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে সাইফুর রহমানকে গ্রেপ্তার এবং অপহৃত সোহেলকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত সাইফুরের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে যে মোবাইল ফোন থেকে ফোন করে সাইফুর মুক্তিপণের টাকা দাবি করেছিল সেই মোবাইলফোনটিও তার হেফাজত থেকে জব্দ করা হয়।

এই বিষয়ে বাড্ডা থানায় মামলা দায়েরের পর সাইফুলকে রোববার আদালতে পাঠানো হয়েছে।  ঘটনার সাথে জড়িত অনান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

এসএস

Wordbridge School
Link copied!