• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২৫, ১০:৪৯ এএম
তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টায় ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ৮টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। 

তালহা বিন জসিম বলেন, রোববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসে ৮টা ৩৩ মিনিটে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে। 

এসআই

Wordbridge School
Link copied!