• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২৫, ০১:১৭ পিএম
শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেপ্তার

ঢাকা : রাজধানীর ধানমন্ডি আই হসপিটালের দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করা চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দিরাগত রাত ২টার দিকে এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসানের দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

এজহারে ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, গত মঙ্গলবার তার দেড় বছর বয়সী শিশুর চোখের সমস্যা নিয়ে তারা বাংলাদেশ আই হসপিটালে যান। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কিছুর অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে তার অস্ত্রোপচার করেন শাহেদারা বেগম।

তবে সেখান থেকে বের করার পর তারা দেখতে পান বাম চোখের জায়গায় ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তখন বিষয়টি শাহেদারাকে জানালে তিনি দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় ইরতিজার বাম চোখে অস্ত্রোপচার করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, ওই নারী চিকিৎসককে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!