• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩০

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ২৪, ২০২৫, ১২:৩৪ পিএম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১

ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪৩২ গ্রাম গাঁজা, ৯ হাজার ১২১ পিস ইয়াবা ও ৫০ গ্রাম ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়েছে। 

আইএ 

Wordbridge School
Link copied!