• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩০

পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২৫, ০৩:২৩ পিএম
পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু

ঢাকা : যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার আবারও চালু হয়েছে মেট্রোরেল চলাচল। তবে এখন লুপ লাইনে পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু পুরো পথে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীলরা এ তথ্য জানান।

দায়িত্বশীলরা জানিয়েছেন, দুপুর ১টা ৩৯ মিনিট থেকে অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ২টা ৫ মিনিট থেকে লুপ লাইনে পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি। এছাড়া আজ ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিলো। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি।

এমটিআই

Wordbridge School
Link copied!