• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

হিজবুত তাহরীরের মিছিলে পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল নিক্ষেপ


নিজস্ব প্রতিবেদক:  মার্চ ৭, ২০২৫, ০২:৪২ পিএম
হিজবুত তাহরীরের মিছিলে পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল নিক্ষেপ

ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। 

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পর মিছিলকারীদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ সদস্যরা। 

হিযবুত তাহরীরের মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে এর আগে কড়া নিরাপত্তার মধ্যেও কিছুক্ষণ মিছিল করে ফেলে নিষিদ্ধ এই সংগঠন। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হরে যান মিছিলে অংশ নেওয়া সংগঠনের সদস্যরা।  

এরপর আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালান তারা। আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা বারবার মিছিলের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সংগঠনটির প্রায় ১০-১৫ জন সদস্যকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা খিলাফত প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিতে থাকেন। তবে পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করতে সক্রিয় হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।  

 

আইএ

Wordbridge School
Link copied!