Menu
ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় ৫টি ভবনের আংশিক ছাদ ও দেয়াল ভেঙ্গে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজউক এর পরিচালক (স্টেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. এহছানুল মামুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি, সহাকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে ৮৮, বারুনটেক পল্লবীতে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয়করে নির্মাণাধীন ৩ তলা ইমারতের দ্বিতীয় তলায় আংশিক ক্যান্টিলিভার স্লাব ভাঙ্গা হয়।
এছাড়াও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে স্থানীয় ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ও তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাজউক অনুমোদিত নকশা হতে ব্যত্যয়কৃত অংশ ভবনের মালিক নিজ দায়িত্বে আগামী ১৫ দিনের মধ্যে অপসারণ করে নিবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেছেন।
৮৮/ই/৮, বারুনটেক পল্লবীতে ৫ তলা নির্মাণাধীন অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মাণাধীন ইমারতের সম্মুখে দ্বিতীয় তলায় নির্মিত ক্যান্টিলিভার স্লাব এর আংশিক ভাঙ্গা হয়।
এছাড়াও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে স্থানীয় ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ও তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাজউক অনুমোদিত নকশা হতে ব্যত্যয়কৃত অংশ ভবনের মালিক নিজ দায়িত্বে আগামী ১৫ দিনের মধ্যে অপসারণ করে নিবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেছেন।
৮৮/ই/৭ বারুনটেক পল্লবীতে অনুমোদিত নকশার ব্যত্যয় করে আংশিক এগার তলা ইমারত নির্মাণ করায়, ইমারতটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে স্থানীয় ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ও তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাজউক অনুমোদিত নকশা হতে ব্যত্যয়কৃত অংশ ভবনের মালিক নিজ দায়িত্বে আগামী ১৫ দিনের মধ্যে অপসারণ করে নিবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেছেন।
৮৮/ই/৭ এর উত্তর পাশে জননী টাওয়ার, বারুনটেক পল্লবী, ঢাকাতে অনুমোদিত নকশার ব্যত্যয় করে এগার তলা ইমারত নির্মাণ করায়, ইমারতটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে স্থানীয় ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ও তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাজউক অনুমোদিত নকশা হতে ব্যত্যয়কৃত অংশ ভবনের মালিক নিজ দায়িত্বে আগামী ১৫ দিনের মধ্যে অপসারণ করে নিবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেছেন।
৮৮/ই/৫, বারুনটেক পল্লবীতে অনুমোদিত নকশার ব্যত্যয় করে আংশিক এগার তলা ইমারত নির্মাণ করায়, ইমারতটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে স্থানীয় ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ও তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাজউক অনুমোদিত নকশা হতে ব্যত্যয়কৃত অংশ ভবনের মালিক নিজ দায়িত্বে আগামী ১৫ দিনের মধ্যে অপসারণ করে নিবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেছেন।
রাজউক এর পরিচালক (স্টেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. এহছানুল মামুন বলেন, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করার বিষয়টি মোবাইল কোর্টের নজরে এলে ইমারতগুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে স্থানীয় ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। ভবনের মালিকরা তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাজউক অনুমোদিত নকশা হতে ব্যত্যয়কৃত অংশ ভবনের মালিকরা নিজ দায়িত্বে আগামী ১৫ দিনের মধ্যে অপসারণ করে নিবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন।
এসআই/আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT