• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০

সেহরির খাবার গরম করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ


ঢামেক প্রতিনিধি মার্চ ২৩, ২০২৫, ০১:০২ পিএম
সেহরির খাবার গরম করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ

ঢামেক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ এক জনকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) ভোরে ফতুল্লার তলা বড় মসজিদ সংলগ্ন মামুনের টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গৃহকর্তা হারুন ওর রশিদ (৬০), তার স্ত্রী কমলা বেগম (৪৫) এবং তাদের মেয়ে কলেজ শিক্ষার্থী মারিয়া আক্তার মিম (১৭)।

গৃহকর্তা হারুন ওর রশিদ জানান, তারা টিনশেড বাসাটিতে ভাড়া থাকতেন। ভোরে ঘুম থেকে ওঠার পর তার স্ত্রী সেহরির জন্য রান্নাঘরে খাবার গরম করতে যান। এ সময় তিনি নিজ কক্ষে বসে ছিলেন। কিছুক্ষণ পর রান্নাঘরে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে তিনি রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে দেখেন, তার স্ত্রীর শরীরের ওপর আগুন জ্বলছে এবং আশপাশের সবকিছুতে আগুন লেগে আছে। তখন তিনি এবং তার মেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এসে সাহায্য করেন। পরবর্তীতে তিনজনকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

হারুন ওর রশিদ আরও জানান, তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করতেন। গ্যাস লাইনে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে থাকতে পারে। চুলা চালু করার পর সেই জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালে তাদের তিনজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের মধ্যে কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে, এবং তার শ্বাসনালীও পুড়ে গেছে। তার অবস্থা অত্যন্ত গুরুতর। এছাড়া তার স্বামী ও মেয়ের শরীরে আগুন নেভাতে গিয়ে হাতে সামান্য দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কমলা বেগমকে এইচডিইউ'তে রাখা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!