• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৫, ০১:০৮ পিএম
কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

ঢাকা: ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ট্রেন স্টেশনে তাই বাড়তি চাপ। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে পরিবার নিয়ে অনেকেই আগেভাগে বাড়ি ফিরছেন। আজ ঈদ যাত্রা শুরু হওয়ায় অন্য দিনের তুলনায় বাড়তি যাত্রীর চাপ দেখা গেছে।

আজ যারা ভ্রমণ করছেন তারা গত ১৪ মার্চ টিকিট ক্রয় করেছিলেন। কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ।

সোমবার (২৪ মার্চ) সকালে সরেজমিনে ঢাকার কমলাপুর রেল স্টেশন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঈদের আরও সপ্তাহখানেক বাকি থাকলেও অনেকে ঢাকায় থাকা পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল ৬ টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্যমে ঈদযাত্রা শুরু হয়। সকাল ৯ টা ৪০ মিনিট পর্যন্ত ১১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে।

স্টেশন কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। আর ট্রেনও ছাড়ছে সময়মতো। নেই যাত্রী ভোগান্তি। আর সার্বিক পরিবেশ নিয়ে যাত্রীরাও সন্তোষ প্রকাশ করছেন।

স্টেশনে আসা রেহেনুমা বেগম বলেন, কয়েকদিন পরে ভিড় বাড়বে তাই আগেই চলে যাচ্ছি। ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়া কষ্টকর। স্টেশনের পরিবেশ ভালো আছে।

আরেক যাত্রী মুহায়মিনুল ইসলাম বলেন, পড়ালেখা শেষ করে ঢাকায় চাকরির প্রস্তুতি নিচ্ছি। প্রতিবছরই পরিবারের সঙ্গে ঈদ করি। এবারও বাড়িতে যাচ্ছি। ঢাকায় তেমন কাজ নেই, তাই আগেই চলে যাচ্ছি।

এআর

Wordbridge School
Link copied!