• ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

কমলাপুর রেলস্টেশনে ঈদের তৃতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৫, ০৪:৫২ পিএম
কমলাপুর রেলস্টেশনে ঈদের তৃতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় 

ঢাকা:  ঈদের তৃতীয় দিন সকালেও কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের সমাগম। বুধবার (২ এপ্রিল) ভোর থেকেই ট্রেনে বাড়ি ফেরার জন্য হাজির হন অনেক যাত্রী। সকাল থেকে এ পর্যন্ত ধুমকেতু, পারাবত, তিস্তা এক্সপ্রেস, মহাসাগর প্রভাতী, সুন্দরবন’সহ ৯টি ট্রেন ছেড়ে গেছে। 

দক্ষিণ ও উত্তরাঞ্চলের কোনো ট্রেনেই সকাল থেকে কোনো শিডিউল বিপর্যয় নেই। সময়মতোই স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন।

এবার ঈদের ছুটি বেশ লম্বা হওয়ার কারণেই এখনও বাড়ি যাচ্ছেন অনেকে। ঝক্কিঝামেলা থেকে কিছুটা নিস্তার পেতেই এই সময়ে বাড়ি যাচ্ছেন বলে জানান যাত্রীরা।  

এআর

Wordbridge School
Link copied!