• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

মসজিদে শিশুর বস্তাবন্দি লাশ!


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০১৯, ০৯:৪৩ পিএম
মসজিদে শিশুর বস্তাবন্দি লাশ!

ঢাকা: রাজধানীর ডেমরা থানাধীন ডগাইর নতুনপাড়া এলাকার একটি মসজিদের ভেতর থেকে মনির হোসেন (৮) নামে এ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশু মনির স্থানীয় নূরে মদিনা মাদরাসার শিশু শ্রেণির ছাত্র বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ।

ডেমরা থানার ওসি (তদন্ত) নুর আলম বলেন, ডগাইর নতুনপাড়ার নূর-ই-আয়েশা জামে মসজিদের তৃতীয় তলার সিঁড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বাবা সাইদুর হক ও মা কল্পনা বেগমের সঙ্গে ডেমরার ডগাইর এলাকায় থাকতো শিশুটি। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।

ডেমরা থানার এসআই নাজমুল হাসান জানান, শিশুটির শরীরে মারধরের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ময়নাতদন্তের জন্য শিশু মনিরের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!