• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা


নিজস্ব প্রতিবেদক  এপ্রিল ১৩, ২০২১, ০৭:০৬ পিএম
চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা

ঢাকা : বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে বুধবার (১৪ এপ্রিল) থেকে। আগামী ৯ মে রোববার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। মঙ্গলবার দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্‌রি খাবেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!