• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন


নিউজ ডেস্ক জুলাই ২১, ২০২১, ০৭:৩৯ এএম
সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন

ঢাকা : আরবি জিলহজ্জ মাসের ১০ তারিখ দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করেন ইসলাম ধর্মাবলম্বীরা। আরবী মাসসমূহের হিসাব চাঁদের গতিবিধি অনুযায়ী নির্ধারিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপনে দু-একদিন তারতম্য হয়।

সেই অনুযায়ী, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ২১ জুলাই ঈদুল আজহা উদযাপন করলেও সৌদি আরব, আমিরাত, ফিলিস্তিন, ইন্দোনেশিয়া ও আফ্রিকার দেশসমূহে ২০ জুলাই পালিত হচ্ছে এই দিনটি।

সৌদি আরব : আজ থেকে প্রায় ১৫ শ বছর আগে সৌদি আরব থেকেই উত্থান ঘটেছিল ইসলাম ধর্মের, বর্তমানে যা বিশ্বের প্রধান ধর্মসমূহের একটি। ইসলাম ধর্মে এই দিনটি হজ্জের শেষ দিন হিসেবে পালন করা হয়। এই দিন আল্লাহর সন্তুষ্টির আশায় গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন সামর্থ্যবান মুসল্লিরা।

চান্দ্র হিসাব অনুযায়ী ২০ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। বিশ্বজুড়ে করোনা মহামারি চলার কারণে স্বাস্থ্যবিধি মেনেই দেশটিতে পালিত হচ্ছে এ দিনটি।

সংযুক্ত আরব আমিরাত : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে নামাজ আদায়ের পশু কোরবানিতে ব্যস্ত হয়ে ওঠেন মুসল্লিরা।

কুয়েত : কুয়েতে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে ঈদুল আজহার ঈদের নামাজ।

কেনিয়া : চলতি বছর ঈদুল আজহার দিন সকালেও কেনিয়াতে চলেছে পশুর বেচাকেনা। রাজধানী নাইরোবির একটি পশুর হাটের দৃশ্য।

ইন্দোনেশিয়া : বিশ্বের বৃহত্তম মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঈদুল আজহা।

মরক্কো : উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে ঈদুল আজহা উপলক্ষ্যে পশুর বেচাকেনা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!