• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

কিস্তিতে পণ্য বেচা-কেনার বিষয়ে ইসলাম কি বলে?


নিউজ ডেস্ক নভেম্বর ২, ২০২১, ১২:৩৮ পিএম
কিস্তিতে পণ্য বেচা-কেনার বিষয়ে ইসলাম কি বলে?

ঢাকা : অনেকেই জানতে চান, নির্দিষ্ট দামের কোনও পণ্য কিস্তিতে বেশি দামে বেচা-কেনা করা যাবে কিনা বা এ বিষয়ে ইসলাম কি বলে।

ইসলামের দৃষ্টিতে নির্দিষ্ট দামের যেকোনও পণ্য কিস্তিতে বেশি দাম দিয়ে বেচা-কেনা করা জায়েজ ও বৈধ। তবে অবশ্যই কেনা-বেচার সময় করা চুক্তিতে কিস্তির মেয়াদ ও মেয়াদ অনুযায়ী বাড়তি মূল্য চূড়ান্ত করে দিতে হবে।

ক্রেতা যথাসময়ে নতুন ধার্যকৃত মূল্য পরিশোধ করবেন। কোনও কারণে ক্রেতা যদি যথাসময়ে মূল্য পরিশোধ করতে না পারেন তবে নির্ধারিত মূল্য বাড়ানো যাবে না।

এক্ষেত্রে সময়মতো মূল্য পরিশোধ না করার কারণে যদি মূল্য বৃদ্ধির শর্ত থাকে তবে এমন চুক্তি জায়েজ হবে না। কারণ তা সুদি কারবারের অন্তর্ভুক্ত হবে ও হারাম বলে বিবেচিত হবে।

তবে যেহেতু সময়মত মূল্য পরিশোধ না করলে বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবে, এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্রেতাকে মূল্য পরিশোধে সচেষ্ট থাকতে হবে। মূল্য পরিশোধে খেয়ানত করলে ক্রেতা গুনাহগার হবে।

তথ্যসূত্র: তিরমিজি শরিফ, হাদিস: ১২৩১, আল মাবসুত লি-সারাখসি: ১৩/৭, আহকামুল কোরআন লি-জাসসাস: ২/৩৭, রদ্দুল মুহতার: ৫/৯৯।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!