• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যেসব অভ্যাস মানুষকে ধ্বংস করে


ধর্মচিন্তা ডেস্ক মে ২৩, ২০২৩, ১১:৪১ এএম
যেসব অভ্যাস মানুষকে ধ্বংস করে

ঢাকা : মানুষ অভ্যাসের দাস। অভ্যাস হলো এমন এক পছন্দ, যা আমরা ইচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য করি এবং পরে সে পছন্দ সম্পর্কে চিন্তা করা বন্ধ করে দিলেও, সেই কাজ চালিয়ে যাই অবিরত। প্রবাদে আছে, ‘সঙ্গ দোষে লোহা ভাসে।’ মানুষ তার অভ্যাসের একটা বড় অংশগ্রহণ করে তার আশপাশ বা প্রতিবেশী থেকে। জীবন পরিক্রমার বিভিন্ন স্তরে মানুষের বিচরণের ক্ষেত্রে আসে পরিবর্তন।

মানুষের অভ্যাসকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। ক. ভালো অভ্যাস, খ. মন্দ অভ্যাস। বর্তমান সমাজের দিকে লক্ষ করলে দেখা যায়, এমন কিছু অভ্যাস রয়েছে, যেগুলো প্রতিনিয়ত একজন পুরুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এমন ধ্বংসাত্মক কিছু অভ্যাস হলো

পরনিন্দা : অনেক পুরুষ আত্মসমালোচনা না করে অন্যের সমালোচনায় আনন্দবোধ করে। এর দ্বারা আমলনামায় ভয়াবহ গিবতের গোনাহ লেখা হয়। যা স্পষ্ট হারাম ও কবিরা গোনাহ। জামে তিরমিজি : ১৯৮৮

স্ত্রীর অধিকার অনাদায় : অনেক পুরুষ স্ত্রী থেকে নিজের হক ও পাওনা ষোলো আনায় পূর্ণ করে, কিন্তু তার ওপর স্ত্রীর যে অধিকার, তা আদায় করতে চায় না। আল্লাহতায়ালা বলেন, নারীদের যেমন ন্যায়সংগত অধিকার রয়েছে, তেমনি রয়েছে পুরুষদেরও। সুরা বাকারা : ২২৮

সংসারের কাজে স্ত্রী ও সন্তানদের অবজ্ঞা : অনেকে সাংসারিক কাজে স্ত্রী ও সন্তানদের পরামর্শ নেন না। অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সংসারের কাজে স্ত্রী-সন্তানদের অবজ্ঞার ফলে কারণে-অকারে বেড়েছে পারস্পরিক অন্তঃকলহ। তাই স্ত্রী ও বুদ্ধিমান সন্তানদের সঙ্গে পারিবারিক কাজে পরামর্শ করা উচিত।

কন্যাসন্তানের জন্য স্ত্রীকে দোষারোপ : কন্যাসন্তান হলে স্ত্রীকে দোষারোপ করা অন্যায়। ইসলামের বিধানে ছেলে হওয়া বা মেয়ে হওয়া সে তো কেবল আল্লাহতায়ালারই ইচ্ছাধীন। অতএব, এজন্য স্ত্রীকে দোষারোপ করা উচিত নয়। সুরা শুরা : ৪৯

স্ত্রীর অন্ধভক্ত হওয়া : অনেকে স্বামী স্ত্রীর অন্ধভক্ত হন, তার সবকিছুকে অগ্রাধিকার দেন। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে ঝগড়া বাধিয়ে দেয়। এটা আদৌও ঠিক নয়। বরং সবসময় যেকোনো অভিযোগ যাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। সহিহ বোখারি : ৩০৪

স্ত্রীকে মারধর : অনেক বদমেজাজি পুরুষ রয়েছে, যারা সামান্য কারণে স্ত্রীকে মারপিট করে। এমনকি রাগের মাথায় তিন তালাক দিয়ে দিতেও কুণ্ঠাবোধ করে না। এ জাতীয় পুরুষ কোরআনের নির্দেশ অমান্যকারী। কেননা কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, আর তোমরা স্ত্রীদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করো। সুরা আন নিসা : ১৯

উত্তরাধিকার সম্পদ আত্মসাৎ : উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ ভাই-বোনদের মধ্যে সঠিকভাবে বণ্টন না করা ভয়াবহ পাপ। অনেক ভাই বোনদের পাওনা সম্পদ আদায় করতে চায় না। অথচ বোনদের পাওনা আদায় করা ভাইদের ওপর ফরজ। এছাড়া অনেক জালেম বাবাও নিজের মেয়েকে বঞ্চিত করতে বা কম দিতে চেষ্টা করে। অথচ হাদিস অনুযায়ী এটা সরাসরি জাহান্নামে যাওয়ার রাস্তা। মুসনাদে আহমাদ : ২১১৩৯

যৌতুকের লেনদেন : অনেকে বিয়ের পর স্ত্রীর পক্ষ থেকে যৌতুক গ্রহণ করে। কেউ কেউ যৌতুক ভিন্ন নামে ভিন্নভাবে গ্রহণ করে। অথচ চাপ প্রয়োগের মাধ্যমে বা কৌশল করে কারও থেকে ধনসম্পদ হাসিল করা হারাম। সুরা বাকারা : ১৮৮

বয়স কমানো-বাড়ানো : যুবকদের মধ্যে মিথ্যার আশ্রয় নিয়ে বয়স কমানো আর বৃদ্ধদের মধ্যে বয়স বাড়ানোর বেশ প্রবণতা লক্ষ করা যায়। হাদিসের ভাষায় উভয়টি ধোঁকা ও প্রতারণা। সহিহ বোখারি : ২১৬২

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!