ঢাকা : সৌদি আরবে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। এদিন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
মসজিদুল হারামে ইমামতি করেন শায়খ ড. ইয়াসির আল-দাওসারি এবং মসজিদে নববিতে ইমাম ছিলেন শায়খ ড. হুসাইন বিন আবদুল আজিজ আলে শেখ।
নামাজের খুৎবায় শায়খ ড. ইয়াসির আল-দাওসারি হজ ও কুরবানির তাৎপর্য তুলে ধরেন।
তিনি বলেন, আজ পবিত্র ঈদের দিনে হাজিরা অনেক কাজ সম্পন্ন করবেন। তিনটি জামরায় পাথর নিক্ষেপ করবেন, কুরবানি করবেন, মুথার চুল কাটবেন, কাবাঘর তাওয়াফ করবেন এবং সাফা ও মারওয়া পাহাড় প্রদক্ষিণ করবেন। আল্লাহ হাজিদের এসব আমল কবুল করুন।
এ সময় শায়খ ইয়াসির হজের শিক্ষা প্রসঙ্গে বলেন, হজ একজন মুসলিমকে ইসলামের সব স্তম্ভের সঙ্গে নতুনভাবে পরিচিত করে তুলে। এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ রয়েছে। বিদায় হজের ভাষণে রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহকে তোমাদের রব হিসেবে ভয় করো। তোমাদের মাসে রোজা রাখো।
তোমাদের সম্পদের জাকাত আদায় করো। তোমাদের মধ্যে দায়িত্বশীলদের আনুগত্য কোরো। তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে।’
তিনি আরও বলেন, পবিত্র হজ মুসলিমদের মধ্যে সমতা প্রতিষ্ঠা করে এবং সবাইকে এক কাতারে এনে দেয়। মানুষের মুখের ভাষা, গায়ের রঙ, স্থানগত পার্থক্যের পরও সবাই একসঙ্গে এক স্থানে সমবেত হয়। এর মাধ্যমে ইসলামের বৈশ্বিক প্রভাব ও এক আল্লাহর দাসত্বের চিত্র ফুটে উঠে।
সোনালীনিউজ/এমটিআই