• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

যেভাবে ইহরাম বাঁধবেন হাজিরা


ধর্মচিন্তা ডেস্ক মে ৭, ২০২৪, ০২:৪৩ পিএম
যেভাবে ইহরাম বাঁধবেন হাজিরা

ঢাকা : ইহরাম শব্দের আভিধানিক অর্থ নিষিদ্ধ করা। শরীয়তের পরিভাষায় হজ বা ওমরাহ করতে ইচ্ছুক ব্যক্তির মীকাত থেকে হজ বা ওমরাহর নিয়তে তালবিয়াহ পাঠের মাধ্যমে হজ বা ওমরাহর কার্যাবলীতে প্রবেশ করাকে ইহরাম বলে। ইহরাম সম্পাদনকারীকে মুহরিম বলে। ইহরাম অবস্থায় অনেক হালাল কাজও মুহরিমের জন্য হারাম হয়ে যায়।

ইহরাম করার ক্ষেত্রে করণীয়

# হাত-পায়ের নখ কাটা, বগল ও নাভির নিচের পশম পরিষ্কার করা, গোঁফ ছোট করা।

# ইহরামের জন্য গোসল বা মিসওয়াকসহ ওযু করা।

# পুরুষের ইহরাম করার পূর্বে সুগন্ধি ব্যবহার করা।

# ইহরামের পোশাক অর্থাৎ পুরুষের সেলাইবিহীন দুটি চাদর এবং মহিলাদের শরিয়াহসম্মত স্বাভাবিক পোশাক পরিধান করা।

# সেলাইবিহীন কাপড় অর্থাৎ শরীরের অঙ্গের আকৃতিতে তৈরি নয় এমন কাপড়।

# দুই রাকায়াত নফল নামাজ আদায় করে হজ বা ওমরাহ'র নিয়ত করা।

# পুরুষের উচ্চস্বরে এবং মহিলাদের নিম্নস্বরে তালবিয়াহ পাঠ করা।

# মীকাত অতিক্রমের পূর্বেই ইহরাম করা। যে সকল হজযাত্রী ঢাকা হতে সরাসরি মদিনার উদ্দেশ্যে গমন করবেন তাদের ইহরাম করে রওয়ানা হওয়ার প্রয়োজন নেই। মদিনা হতে মক্কার উদ্দেশে রওনা হওয়ার সময় মীকাত অতিক্রম করার পূর্বে ইহরাম করবেন।

এমটিআই

Wordbridge School
Link copied!