ঢাকা : চলতি বছরের হজ মৌসুমে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আব্দুল-আলী। খবর সৌদি গেজেটের।
সূর্যের সরাসরি বিকিরণ এড়াতে হজযাত্রীদের ছাতা বহনসহ মন্ত্রণালয়ের স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন ডা. আল-আব্দুল-আলী।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পর্যাপ্ত পানি পান করতে হবে। শরীরে ক্লান্তি ও তাপের প্রভাব কমাতে হজের আচার পালনের সময় বিশ্রাম নিতে হবে। হজের আনুষ্ঠানিকতা পালনের সময় হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এসব পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আল-আব্দুল-আলী।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হজযাত্রীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে মন্ত্রণালয় সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, এ বছর হজের মৌসুমে পবিত্র স্থানগুলোতে আবহাওয়া গরম থেকে অতি গরম মাত্রা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ সময় তাপমাত্রা থাকতে পারে ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং বৃষ্টির সম্ভাবনা কম। এই পরিস্থিতি হজযাত্রীদের স্বাস্থ্যবিষয়ক নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হচ্ছে।
গত ৬ জুন সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পরদিন ৭ জুন থেকে আরবি বর্ষপঞ্জিকার ১২তম এ মাস শুরু হয়েছে। এই হিসাবে আগামী ১৫ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
এমটিআই