• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে যে পরামর্শ শায়খ আহমাদুল্লাহর


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৪, ১২:৩০ পিএম
অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে যে পরামর্শ শায়খ আহমাদুল্লাহর

ঢাকা : অন্তর্বর্তীকালীন এই সরকার ব্যবস্থা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্মবিদ্বেষী বা ফ্যাসিবাদের দালাল কেউ কোনোভাবে স্থান না পায়।

সোমাবার (৫ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুক পেইজে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে পরামর্শ দিয়েছে তিনি।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকলেও  চিহ্নিত ইসলামবিদ্বেষীরা ছিল ক্ষমতাসীনদের পদলেহী। অতএব অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্মবিদ্বেষী বা ফ্যাসিবাদের দালাল কেউ কোনোভাবে স্থান না পায়, বরং দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষরাই যেন কেবল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন।

তিনি লেখেন, এ ব্যপারে সবাই সজাগ থাকি এবং আওয়াজ তুলি। বেশিরভাগ সুশীল ধর্মবিদ্বেষী এবং সমকামিতার সাপোর্টার। তাদের কোন জনসমপৃক্ততা না থাকলেও তারাই সব সময় অন্তর্বর্তীকালীন সরকারে থাকে! এ অবস্থার অবসান হোক।

তিনি আরও লেখেন, ৭১ এ আমরা স্বাধীনতা পেলেও স্বাধীনতা ধরে রাখতে পারিনি। এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে।

এমটিআই

Wordbridge School
Link copied!