প্রশ্ন : আমার এক বন্ধু কসমের কাফফারা দেওয়ার পর সে কাজ আবার করেছে। এখন আমার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি কসম ভেঙে কাফফারা আদায় করার পর তিনি সে কাজ আবার করতে পারবেন?
-রাফসান ইহাম, ফরিদপুর
উত্তর : কোনো ব্যক্তি কসম করার পর তা ভেঙে ফেললে তার কাফফারা দিতে হবে। পরে তার সে কাজ করায় আর কোনো বাধা থাকবে না। কসমের কাফফারা হলো, ১০ জন দরিদ্র লোককে দুই বেলা পেট ভরে খাবার খাওয়ানো।
অথবা এক জোড়া করে পরিধানের কাপড় দেওয়া। কেউ এই দুটির সামর্থ্য না রাখলে লাগাতার তিন দিন রোজা রাখা। (সুরা : মায়িদা, আয়াত : ৮৯, হিন্দিয়া : ২/৫৭, কিফায়াতুল মুফতি : ২/২৪২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৩৬৯)
এমটিআই