• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

জুবায়েরপন্থীদের ইজতেমার ঘোষণা দিলেন মামুনুল হক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০২৫, ০৩:০২ পিএম
জুবায়েরপন্থীদের ইজতেমার ঘোষণা দিলেন মামুনুল হক

ঢাকা: পূর্ব ঘোষণা অনুয়ায়ী আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের বিশ্ব ইজতেমা করবে জুবায়েরপন্থীরা। তবে যাদের হাত রক্তে রঞ্জিত তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মামুনুল জক এসব কথা বলেন। 

মামুনুল হক বলেন, ‘সাদপন্থিরা নিরীহ মুসল্লীদের ওপর ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়েছে। নিহত করেছে তিনজনকে। আহত করেছে শতাদিক লোককে। যাদের হাত রক্তে রঞ্জিত তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই।’

তিনি বলেন, ‘হত্যাকারীদের আগে বিচার করতে হবে তারপর ইজতেমা নিয়ে আলোচনা হবে। বিচারের আগে কোনো আলোচনা নয়, এমনকি কোনো ইজতেমা নয়।’

তিনি বলেন, ‘আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা পূর্ব ঘোষণা অনুয়ায়ী চলবে। আর দ্বিতীয় পর্বের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। কারন যারা হত্যাকারী, যাদের হাত রক্তে রঞ্জিত, যাদের হাত লাল তারা কিভাবে ইজতেমা করবে। রক্তের ওপর দাড়িয়ে কি ইজতেমা হয়? এটা হতে পারে না। বিচারের আগে ইজতেমা নয়। কোন আলোচনাও নয়।‘

বিচারের পর সাদপন্থীদের সঙ্গে জুবায়েরপন্থীরা আলোচনায় বসবে বলেও জানান মাওলানা মামুনুল হক।

এদিকে, টঙ্গীর ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনার পর রাজধানী কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারি করা নিষেধাজ্ঞা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হলো।

আইএ

Wordbridge School
Link copied!