• ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩০

ড্রোন ভেঙে পড়ে ইজতেমায় আতঙ্ক, আহত ৪০


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:১০ পিএম
ড্রোন ভেঙে পড়ে ইজতেমায় আতঙ্ক, আহত ৪০

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের সময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মুসল্লিরা জানায়, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯টা ১১ মিনিটে। আখেরি মোনাজাত চলাকালীন ইজতেমার ময়দানে টিনের চালের উপর চলন্ত একটি ড্রোন পড়ে যায়। এতে বিকট শব্দ হয়। এ সময় মুসল্লিরা আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়। পরে আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন জানান, উপর থেকে চলন্ত একটি ড্রোন টিনের চালে পড়ে গেলে শব্দ হয়। এ সময় মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। এতে কমপক্ষে ৪০ জন মুসল্লি আহত হয়েছে। তাদের মধ্যে কেউ হাসপাতালে ভর্তি নেই। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

আইএ

Wordbridge School
Link copied!