• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

গুগল ডুডলে ২০২১ উদযাপন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০২১, ১১:৩৩ এএম
গুগল ডুডলে ২০২১ উদযাপন

ফাইল ছবি

ঢাকা: ইংরেজি ২০২০ সালের গণ্ডি পেরিয়ে ২০২১ সালে পদর্পণ করেছে বিশ্ব। নতুন প্রত্যাশায় পুর্বাকাশে উদিত হয়েছে নতুন সূর্য। ছড়িয়ে পড়েছে তার আলো কুয়াশার চাদর ভেদ করে। আর নতুন এই বছরকে উদযাপন করতে ভুলেনি বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগলও। নতুন বছর শুরুর এ দিনে গুগল প্রকাশ করেছে ২০২১-লেখা ডুডল।

শুক্রবার (১ জানুয়ারি’২০২১) বছর শুরুর প্রথম প্রহরে রাত ১২টায় ডুডলটি প্রকাশ করে এই সার্চ জায়ান্ট। সেখানে একটি পুরনো ফ্যাশন বার্ড হাউস ও তার সঙ্গে ঘড়ি দেখানো হয়েছে। এর নিচে ২০২১ সাল লেখা। তাতে ক্লিক করলেই খুলে যাচ্ছে ‘নিউ ইয়ার্স ইভ’ এর একটি পেজ। সঙ্গে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের মাথা থেকে ঝরে পড়ছে অজস্র রং-বেরঙের কাগজের কুচি।

এদিকে বিশ্ববাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তাও দিয়েছে গুগল। নতুন বছর সংক্রান্ত সার্চ রেজাল্টে বর্ষবিদায় ও বরণ নিয়ে নতুনত্ব আনা হয়েছে।

বিভিন্ন দিবস, উৎসব থেকে শুরু করে গুণীজনদের জন্মদিনসহ বিশেষ দিনে ডুডল নিয়ে হাজির হয় গুগল। ডুডলে সৃজনশীলতার পাশাপাশি থাকে অভিনবত্বের ছাপ, যা সহজেই মন কাড়ে নেটিজেনদের।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!