• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পণ্য বিক্রি শুরু করছে ইভ্যালি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৭:০৭ পিএম
পণ্য বিক্রি শুরু করছে ইভ্যালি

ঢাকা: দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও সরব হচ্ছে ইভ্যালি। গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি এরইমধ্যে তাদের ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়েছে ‘পণ্য নিন, টাকা দিন, উপভোগ করুন আকর্ষণীয় পণ্য!’।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল Evaly.com.bd ফেসবুক পেজে পোস্ট করা হয়, ‘সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারি তে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য!’

এই পোস্টটির পর প্রথম ঘণ্টায় সাড়ে ৬ হাজার কমেন্টস পড়েছে। ৬০০ শেয়ার হয়েছে। পেজে ইভ্যালির পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন গ্রাহকরা।

মাহাবুর আলম সোহাগ নামের একজন গ্রাহক লিখেছেন, ‘আবার উঠে দাঁড়ান। এরপর দেনা পরিশোধ করেন।’ এসকে সেন নামের গ্রাহক লিখেছেন, ‘পাওনা টাকাগুলো পরিশোধ করেন’।

পোস্টে কেউ কেউ তাদের আগের অর্ডার করা পণ্য-টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!