• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মোবাইলে ই-ড্রাইভিং লাইসেন্স দেখিয়েই চালানো যাবে গাড়ি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৫, ২০২৩, ০৪:৫৫ পিএম
মোবাইলে ই-ড্রাইভিং লাইসেন্স দেখিয়েই চালানো যাবে গাড়ি

ঢাকা: মোটরযানের ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন ও ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে, স্মার্ট মোবাইল ফোনে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে ব্যবহার করা যাবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১০ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। 

মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্সের ন্যায় স্মার্ট মোবাইল ফোনে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে ব্যবহার করতে পারবে। যা কিউআর কোডের মাধ্যমে যাচাই করা যাবে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হছে।  

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!