• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফেসবুকে সমস্যা, দেখা যাচ্ছে না টাইমলাইন


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক এপ্রিল ১৬, ২০২৪, ০৩:২৫ পিএম
ফেসবুকে সমস্যা, দেখা যাচ্ছে না টাইমলাইন

ঢাকা : বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুকের টাইমলাইন দেখতে পাচ্ছেন না ব্যবহারকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, কারিগরি সমস্যায় ভুগছে ফেসবুক।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা থেকে ব্যবহারকারীরা এ ধরনের অভিযোগ করতে শুরু করেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন অনেকে। আলম ফরাজী নামের এক ফেসবুক ইউজার লিখেছেন, 'ফেসবুক আইডির আমার টাইমলাইন দেখা যাচ্ছে না কেন? এই সমস্যা কি আপনারও?'

টাইমলাইনে একটি 'লোডিং এরর মেসেজ' দেখতে পাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীরা। তারা অন্য কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না।

অনলাইন সেবা বন্ধ থাকার বিষয়টির ওপর নজর রাখে ডাউনডিটেক্টর ডট কম নামের একটি ওয়েবসাইট। তারা জানিয়েছে, এ বিষয়ে অভিযোগের সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!