• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

স্মার্টফোনে অ্যাপলকে টপকে স্যামসাং


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক এপ্রিল ২০, ২০২৪, ০১:০৯ পিএম
স্মার্টফোনে অ্যাপলকে টপকে স্যামসাং

ঢাকা : অ্যাপলকে টপকে বিশ্বের সর্বোচ্চ ফোন বাজারজাতকারীর তালিকায় স্থান করে নিয়েছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে অ্যাপলের স্মার্টফোন বাজারজাত কমেছে প্রায় ১০ শতাংশ। বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্টের ১৭ দশমিক তিন শতাংশ দখলে রেখে এখন অবশ্য দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল। এমনকি হুয়াওয়ের মতো বিভিন্ন চীনা ব্র্যান্ডের অবস্থানও ঊর্ধ্বমুখী এ বাজারে।

গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন, আইডিসির তথ্য বলছে, বাজারজাত কমে যাওয়ায় শীর্ষ অবস্থান থেকে ছিটকে পড়েছে অ্যাপল। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বে স্মার্টফোনের বাজারজাত বেড়েছে ৭.৮ শতাংশ। এক্ষেত্রে ২০.৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষস্থান দখল করেছে স্যামসাং।

দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি এ সময় বাজারে নিয়ে আসে গ্যালাক্সি এস২৪ সিরিজ। যা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৬০ মিলিয়নের বেশি বাজারজাত করা হয়েছে। বাজারে ছাড়ার প্রথম তিন সপ্তাহে গ্যালাক্সি এস২৩-এর চেয়ে গ্যালাক্সি এস২৪-এর বিক্রি ৮ শতাংশ বেশি হয়েছে।

১৭.৩ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল। যদিও ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাপলই স্মার্টফোন বাজারজাতে শীর্ষে ছিল। আইডিসি বলছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে ৫৫.৪ মিলিয়ন আইফোন বাজারজাত করেছিল অ্যাপল। যা ২০২৪ সালের প্রথম তিন মাসে কমে দাঁড়ায় ৫০.১ মিলিয়নে।

২০২৩ সালের শেষের তিন মাসে চায়নায় অ্যাপলের স্মার্টফোন বাজারজাত কমেছে ২.১ শতাংশ। বছরের প্রথম তিন মাসে স্মার্টফোন বাজারজাতে তৃতীয় অবস্থানে আছে চীনের শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি শাওমি। এই কোম্পানির শেয়ার ১৪.১ শতাংশ।

এমটিআই

Wordbridge School
Link copied!