ঢাকা: দেশের বাজারে আসুসের আরওজি সিরিজের নতুন গেমিং মনিটর এনেছে গ্লোবাল ব্র্যান্ড। পিজি২৭একিউডিএম মডেলের মনিটরটিতে দশমিক শূন্য তিন মিলিসেকেন্ড রেসপন্স টাইম সুবিধা ওএলইডি প্যানেল থাকায় স্বাচ্ছন্দ্যে গেম খেলার পাশাপাশি ভালো মানের ভিডিও দেখা সম্ভব।
সোমবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ইঞ্চি পর্দার মনিটরটির রিফ্রেশ রেট ২৪০ হার্জ। ২৫৬০ বাই ১৪৪০ রেজল্যুশন সুবিধার এই মনিটরে রয়েছে অ্যান্টিগ্লেয়ার মাইক্রোটেক্সচার কোটিং, যা পর্দার উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে ব্যবহারকারীর চোখ নিরাপদে রাখে। মনিটরটির দাম ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার টাকা।
এআর