ঢাকা: স্মার্টফোনে ডেটা খরচ করে ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। ফোনে ডেটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের নির্দিষ্ট সীমা থাকে।
ফলে দীর্ঘসময় ফেসবুক ও ইউটিউব ব্যবহার করলে নিজের অজান্তেই ডেটা বেশি খরচ হয়ে নির্ধারিত সময়সীমার আগেই শেষ হয়ে যায়। ফোনে দৈনন্দিন ডেটার ব্যবহার সীমিত করে এ সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।
দৈনন্দিন ডেটার ব্যবহার সীমিত করার জন্য প্রথমে ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর কানেকশনস অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠায় ডেটা ইউজেস অপশনে ট্যাপ করতে হবে। এবার যে সিমে মোবাইল ডেটার সীমা নির্ধারণ করতে হবে সেই সিমের অপশনের নিচে বিলিং সাইকেল অ্যান্ড ডেটা ওয়ার্নিং নির্বাচন করে পরের পৃষ্ঠার নিচে সেট ডেটা লিমিটের পাশে থাকা টগলটি চালু করতে হবে।
এরপর ডেটা লিমিট অপশনে ফোন ডেটার সীমা নির্ধারণ করলেই পরবর্তী সময়ে নির্ধারিত সীমার বেশি ডেটা ব্যবহার করতে গেলে স্বয়ংক্রিয়ভাবে ফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
ফলে ব্যবহারকারীদের অজান্তে অতিরিক্ত ডেটা খরচ হবে না। তবে প্রয়োজনের সময় সেট ডেটা লিমিট অপশনের পাশে থাকা টগলটি বন্ধ করে পুনরায় ইন্টারনেট ব্যবহার করা যাবে।
এআর