• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

বৈদ্যুতিক গাড়ি আনল রোলস রয়েস, দাম কত


বিজ্ঞান- প্রযুক্তি ডেস্ক নভেম্বর ৯, ২০২৪, ১২:১৫ পিএম
বৈদ্যুতিক গাড়ি আনল রোলস রয়েস, দাম কত

ঢাকা:  বিখ্যাত সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ধীরে ধীরে নিজেদের তৈরি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে শুরু করেছে। এ তালিকায় এবার নাম লেখাল রোলস রয়েস। 

‘স্পেক্টার’ নামের প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে প্রতিষ্ঠানটির তৈরি বৈদ্যুতিক গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। 

রোলস রয়েসের তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়িটির দাম ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা ৫ কোটি ৪ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে)।

রোলস রয়েস স্পেক্টারে রয়েছে দুটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর, যা ৫৭৭ হর্সপাওয়ার এবং ৬৬৪ পাউন্ড-ফুট টর্ক তৈরি করতে সক্ষম। আকারে বড় ও ভারী হলেও মাত্র ৪ দশমিক ৪ সেকেন্ডে ৬০ মাইল গতিতে চলতে পারে গাড়িটি। 

ধীরগতিতে চললে প্রায় ২৬৬ মাইল পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে গাড়িটিতে। রোলস রয়েস স্পেক্টারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো নিঃশব্দে চলার সক্ষমতা। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বৈদ্যুতিক গাড়িতে ইঞ্জিনের শব্দ কম হলেও অ্যাকসিলারেটর চাপলে শব্দ শোনা যায়। তবে স্পেক্টারের শব্দ হয় না বলেও চলে।

স্পেক্টারের স্টিয়ারিং ও ব্রেক সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে খুব সংকীর্ণ জায়গাতেও খুব সহজে চালানো যায়। এই গাড়িতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও রিয়ার হুইল স্টিয়ারিংয়ের মতো প্রযুক্তি থাকায় ১৮ ফুট লম্বা গাড়িটি স্বাচ্ছন্দ্যে চালানো সম্ভব। 

গাড়িটিতে স্পর্শনির্ভর পর্দার ইনফোটেইনমেন্ট সিস্টেম নেভিগেশন এবং চার্জিং স্টেশন খোঁজার সুবিধা রয়েছে। অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সমর্থিত গাড়িটিতে ১৬টি স্পিকারের সাউন্ড সিস্টেমও রয়েছে।

এআর

Wordbridge School
Link copied!