• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হলে উদ্ধারে করনীয়


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক নভেম্বর ১২, ২০২৪, ০৪:১৬ পিএম
ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হলে উদ্ধারে করনীয়

ঢাকা: গুগলের পর বিশ্বের দ্বিতীয় সব থেকে জনপ্রিয় অনলাইন সার্চ ইঞ্জিন ইউটিউব। বর্তমান সময়ে এর ব্যবহার প্রচুর পরিমাণে করা হয়। যেখানে সবাই ভিডিওর মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পেয়ে থাকেন। অনেকে আবার এই অ্যাপের মাধ্যমে উপার্জনও করেন। আর তাই তো এর প্রতি হ্যাকারদের নজর রয়েছে। ইতোমধ্যে অনেকে তাদের কবলেও পড়েছেন।

আপনি যদি নিজের ইউটিউব অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে চান তাহলে, সাবধানতা অবলম্বন করতে হবে। তার আগে চলুন হ্যাকারদের হাত থেকে ইউটিউব অ্যাকাউন্ট উদ্ধারের পদ্ধতি জেনে নেওয়া যাক:

আপনার ইউটিউব অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আপনি সরাসরি হেল্প সেন্টার (YouTube Help Center) টুল ব্যবহার করতে পারেন। সেখানেই আপনি অ্যাকাউন্ট রিকভার করার জন্য একের পর এক নির্দেশনা পাবেন। আর সেগুলো ফলো করতে হবে এবং প্রথমে গুগলে লগইন করতে হবে। আর এটাই কন্ট্রোল ফিরে পাওয়ার প্রথম ধাপ।

এছাড়া যারা এ মুহূর্তে যারা এই টুলটি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কী করণীয়? ইউটিউবের পরামর্শ অনুযায়ী সেই সকল ক্রিয়েটররা যেন সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন। এক্স হ্যান্ডেলে টিম ইউটিউবে (@TeamYouTube) মেসেজ পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে।

ইউআর

Wordbridge School
Link copied!