• ঢাকা
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ডিজিটাল অ্যারেস্ট হয়ে ১০ কোটি টাকা হারালেন প্রকৌশলী


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক নভেম্বর ১৭, ২০২৪, ০২:৪৫ পিএম
ডিজিটাল অ্যারেস্ট হয়ে ১০ কোটি টাকা হারালেন প্রকৌশলী

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ডিজিটাল অ্যারেস্ট’ চক্রকে সতর্কবার্তা দিলেও তারা এখনও সক্রিয় রয়েছেন। এবার এই প্রতারণা চক্রের ফাঁদে পড়ে প্রায় ১০ কোটি টাকা হারালেন দিল্লির ৭২ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত প্রকৌশলী।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বাসিন্দা ওই অবসরপ্রাপ্ত প্রকৌশলীকে তাইওয়ান থেকে ফোন করে বলা হয় যে, মুম্বাই বিমানবন্দরে তার নামে একটি পার্সেল এসেছে, তাতে রয়েছে নিষিদ্ধ ড্রাগ।

দিল্লি পুলিশের সাইবার সেলের পক্ষ থেকে বলা হয়, নিজেদের মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিক পরিচয় দেওয়ার পর কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় ওই ব্যক্তির থেকে। শুধু তাই নয়, নিজের মোবাইলে স্কাইপ ডাউনলোড করতে বলা হয় ওই ব্যক্তিকে। এ ঘটনায় তদন্তে রয়েছেন ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন। 

তারা আরও বলেন, ‘ওই ব্যক্তি অ্যাপ ডাউনলোড করলে ভিডিও কলে তাকে ৮ ঘণ্টা ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়। আইনি ঝামেলা থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়ে ১০ কোটি ৩ লাখ টাকা একাধিক অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দেয় প্রতারকরা।’ 

‘প্রতারিত ব্যক্তি পুরো ঘটনা পরিবারকে জানালে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন বিভাগ তদন্তে নেমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করেছে।’ 

পুলিশ সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ওই ব্যক্তির পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তির ছেলে ও মেয়ে বিদেশে কর্মরত তাদের টার্গেট করার হুমকি দিয়েছিল অপরাধীরা। যার জেরেই টাকা দিতে বাধ্য হন তিনি।

ইউআর

Wordbridge School
Link copied!