• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

চলতি মাসেই সূর্যগ্রহণ: কখন, কোন অঞ্চলে দেখা যাবে


নিউজ ডেস্ক মার্চ ১৮, ২০২৫, ১০:৩১ এএম
চলতি মাসেই সূর্যগ্রহণ: কখন, কোন অঞ্চলে দেখা যাবে

ঢাকা: চলতি মাসের শেষ দিকে পৃথিবীতে সূর্যগ্রহণ হবে। জানা গেছে, আগামী ২৯ মার্চ সূর্যগ্রহণের প্রভাবে অন্ধকার হয়ে যাবে অনেক দেশ। ওই দিন ভরদুপুরে এ ঘটনা ঘটবে। ২৯ মার্চ আংশিক সূর্যগ্রহণের ঘটনা ঘটতে যাচ্ছে। এদিন কিছুক্ষণের জন্য পৃথিবীর কিছু অংশে দুপুরবেলা অন্ধকার নেমে আসবে। তবে এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না।

সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৫১ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ, যার অর্থ চাঁদ সূর্যের পুরো অংশ ঢেকে ফেলবে না, বরং চারপাশে একটি বলয়ের মতো আংশিক দৃশ্যমান থাকবে। 

এবারের সূর্যগ্রহণ ইউরোপ, উত্তর আমেরিকা ও আফ্রিকার কিছু অঞ্চলে দৃশ্যমান হবে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এটি খালি চোখে দেখা যাবে না।

এই গ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ঘটবে। বলয়াকার গ্রহণের সময় সূর্যের চারপাশে উজ্জ্বল বলয়ের মতো একটি আভা তৈরি হয়, যা সাধারণত ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত।  

এ ধরনের সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিশেষ চোখের সুরক্ষা প্রয়োজন। খালি চোখে সূর্যগ্রহণ দেখা*চোখের জন্য ক্ষতিকর হতে পারে। তবে যেসব দেশে এটি দেখা যাবে, সেখানে জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপ ও বিশেষ ফিল্টার ব্যবহার করে গ্রহণ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন।  

এটি ২০২৫ সালের উল্লেখযোগ্য জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাগুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।

এম

Wordbridge School
Link copied!