• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

ডেটা প্যাকেজের দাম কমাচ্ছে টেলিটক


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৫, ০৯:০০ পিএম
ডেটা প্যাকেজের দাম কমাচ্ছে টেলিটক

ঢাকা : ব্যান্ডউইথ ভাড়া কমায় ডেটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমাতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

শুক্রবার (২৮ মার্চ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড তাদের ব্র্যান্ডউইথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে।

‍এই ভাড়া কমানোর সুবিধা গ্রাহক পর্যায়ে পৌছেঁ দেওয়ার লক্ষ্যে টেলিটক তার বিদ্যমান অধিকাংশ ডেটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমিয়েছে।

ঈদুল ফিতরের দিন থেকে এ দাম কার্যকর করা হবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

টেলিটক আশা করছে, ‌ডেটা খরচ কমে যাওয়ায় তাদের গ্রাহক সংখ্যা বাড়বে। ইন্টারনেট ব্যবহারের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দেশের ডিজিটাল অগ্রযাত্রাও ত্বরান্বিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছানোর জন্য হাওড় ও দ্বীপাঞ্চলে টেলিটক নেটওয়ার্ক বিস্তার করেছে।

দেশে ফোর-জি প্রযুক্তির বিস্তার এবং ৫জি প্রযুক্তি চালুর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।

গত ২২ মার্চ সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি।

সেদিন কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, এ সিদ্ধান্তের ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা—উভয় ক্ষেত্রেই টেলিকম কোম্পানিগুলোর খরচ কমবে।

সেদিন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায়, সেজন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম।

তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমে আসবে। এছাড়া ‘ব্যাকবোন’ পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার কথা হচ্ছে। তাতে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমে যাবে।

এমটিআই

Wordbridge School
Link copied!