• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
পৌরসভা নির্বাচন

বিদ্রোহী প্রার্থী নিয়ে শঙ্কাহীন বিএনপি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২০, ১২:০৮ এএম
বিদ্রোহী প্রার্থী নিয়ে শঙ্কাহীন বিএনপি

ঢাকা : আসন্ন পৌরসভায় নির্বাচনে অংশ নিতে দলের টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তবে প্রার্থী মনোনয়নে দলের ত্যাগী, নিবেদিত ও এলাকায় জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দেবে বিএনপি। দলীয় মনোনয়ন না পেলেও বিদ্রোহী প্রার্থীর আশঙ্কা নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র নেতারা।

দলীয়-সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে জেলা কমিটির কাছে মনোনয়ন ফরম পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই ফরম জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পাওয়া যাবে।

তবে, কেউ চাইলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকেও ফরম নিতে পারবেন। এরপর ৫ সদস্যের জেলা কমিটির যৌথ সুপারিশসহ ফরম পূরণ করে কেন্দ্রে পাঠাতে হবে।

এক্ষেত্রে মনোনয়ন-প্রত্যাশীদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না ওঠে, তাকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে।

যিনি মনোনয়ন পাবেন, তাকে দলীয় তহবিলে অফেরতযোগ্য ১৫ হাজার টাকা জমা দিতে হবে।  পৌর নির্বাচনে প্রার্থী বাছাইয়ের দায়িত্বে রয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদও।

তিনি বলেন, যারা মনোনয়ন-প্রত্যাশী, তাদের ফরম দিচ্ছি। এরপর দলীয় নির্দেশনা অনুযায়ী প্রার্থী ঠিক করব। এক্ষেত্রে যিনি দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, স্থানীয়ভাবে যিনি জনপ্রিয়, তার জন্য সুপারিশ করব। তবে, বয়স ও অভিজ্ঞতাও বিবেচনায় নেব।

বিএনপির প্রার্থী বাছাইপ্রক্রিয়া সম্পর্কে দলের সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ীই  নির্বাচনে অংশ নিচ্ছি। এজন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রের নির্দেশনা পৌরসভায় পৌঁছে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কাজও শুরু করা হয়েছে। প্রার্থী বাছাইয়ের কাজ ৫ জন স্থানীয় নেতার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

তারা হলেন নির্বাচনি এলাকার জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। যেখানে আহ্বায়ক কমিটি রয়েছে, সেখানেও একইভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরো বলেন, পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কোনো আশঙ্কা নেই। আমরা ঐকমত্যের ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন দেব।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ভোটাররা ভোট দেবে না, কিন্তু নির্বাচন কমিশন বলবে ৬০-৭০ শতাংশ ভোট পড়েছে। তবু আমরা নির্বাচনে যাব। আর আমাদের কেউ বিদ্রোহী প্রার্থী হবেন না। কারণ ফল তো জনগণের ওপর নির্ভর করে না। এজন্য কেউ প্রবলেম করবেন না বলেই আমার ধারণা।

উল্লেখ‌্য, বর্তমানে পৌরসভার সংখ্যা ৩২৯টি।  গত ২২ নভেম্বর নির্বাচন কমিশন ঘোষিত  তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।  প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ২৫ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। প্রথমবারের মতো এসব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হবে। ২৫ নভেম্বর (বুধবার) থেকে ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!