• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঈদে গার্মেন্টসে ছুটি পর্যায়ক্রমে দেওয়ার সুপারিশ


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩, ২০২১, ০১:৩৮ পিএম
ঈদে গার্মেন্টসে ছুটি পর্যায়ক্রমে দেওয়ার সুপারিশ

ফাইল ছবি

ঢাকা : গণপরিবহন ঈদের সময় বন্ধ রাখলে ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়বে। ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন যানবহানে গাদাগাদি করে অতিরিক্ত ভাড়া দিয়ে গমনাগমন করতে হবে। এতে স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যেতে পারে। এজন্য গার্মেন্টস ও শিল্পকারখানার শ্রমিকদের ছুটি পর্যায়ক্রমে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা রেন্জের ডিআইজি হাবিবুর রহমান। 

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ও প্রাসঙ্গিক বিষয়ে এক সভায় তিনি এই অনুরোধ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে সভায় পুলিশ পরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, কোভিড এর কারনে গত ঈদ উল ফিতরের সময় ৩দিন ছুটি দেওয়া হল যাতে মানুষ ঢাকা থেকে গ্রামমুখী না হয়। সেজন্য সড়ক ও মহাসড়কে বাধা প্রদান করা হলেও ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়ীতে মানুষের যাতায়াত বন্ধ করা সম্ভব হয় নাই। তাই মানুষের নিরাপদ গমনাগমনের জন্য সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমাদের অনেক রাস্তার সংস্কার কাজ চলছে এবং বর্ষার মৌসুমে এমআরটির নির্মাণ কাজ চলতে থাকলে ঢাকা-টঙ্গী, গাজীপুর সড়কে যানচলাচল দুর্বিসহ হয়ে পড়বে। টঙ্গী-গাজীপুর প্রধান সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্ত গুলোকে শুধু ইট দিয়ে অস্থায়ীভাবে মেরামত না করে টেকসই মেরামত প্রয়োজন। এছাড়াও গত বছর কতিপয় অসাধূ ব্যবসায়ীর অব্যবস্থাপনার কারনে চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় সাধারণ মানুষ কোরবানীর চামড়া মাটিতে পুতে ফেলেছে। 

সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বলেন, কোরবানীর পশু পরিবহন, চামড়া পাচার রোধ, মলম পার্টি, জাল টাকার বিস্তার রোধ এবং ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহীনিকে অধিকতর গুরুত্ব দিতে হবে।বর্তমান কোভিড ১৯ ভেরিয়্যান্ট এর সংক্রমন অত্যাধিক। তাই পশুর হাটের পাশাপাশি অনলাইনে ক্রয় বিক্রিয়কে উৎসাহ দিতে হবে।

সভায় মন্ত্রীপরিষদ সচিব বলেন, কোভিড এর কারণে চলমান বিধি নিষেধে পণ্যবাহী ও পশুবাহী যানবাহন চলাচলে কোন নিষেধাজ্ঞা থাকবে না। প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মায়ানমার সীমান্ত দিয়ে গবাদিপশু প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানান, শিল্প শ্রমিকদের বেতন ভাতা মনিটরিংয়ের জন্য ২৩টি কমিটি করা হয়েছে। 

ধর্মসচিব জানান, ঈদ উল আযহায় সরকার জারীকৃত স্বাস্থ্যবিধি অনুসরন করে মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে। ঈদুল ফিতরের ন্যায় সকল মুসল্লিকে বাসা থেকে ওযু করে নিজ নিজ জায়নামাজ নিয়ে আসতে হবে।

বিকেএমইএ সভাপতি বলেন, ঈদ উল ফিতরের ন্যায় এবারও শ্রমিকদের বেতন ভাতায় সমস্যা হবেনা। গত ঈদে গণপরিবহণ বন্ধ থাকায় দুই থেকে তিনগুন ভাড়া দিয়ে যাতায়াত করেছে। এরফলে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও স্বাস্থ্য ঝুকিতে পড়েছে। তাই ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ যেন সুষ্ঠুভাবে তাদের গন্তব্যে পৌছাতে পারে সে লক্ষ্যে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে গণ পরিবহণ চলাচল রাখা প্রয়োজন। 

ডিএমপির পুলিশ কমিশনার বলেন, আফতাব নগর, রুপনগর, পূর্বাচল, খিলক্ষেত ও ৬ নং সেক্টরের উত্তরা ব্রীজ সংলগ্ন এলাকায় কোরবানীর পশুর হাট না বসানোর অনুরোধ জানিয়ে ইতমধ্যে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। বেশিরভাগ পশুবাহী যানবাহন উত্তর পশ্চিম অঞ্চল থেকে ঢাকার বিভিন্ন হাটে প্রবেশ করে। ঐ অঞ্চলগুলো ভারতের সীমান্তবর্তী হওয়ায় বর্তমানে করোনার সংক্রমন হার সবচেয়ে বেশী। এজন্য অনলাইনে পশু কেনাবেচার উদ্যেগ বৃদ্ধি করা প্রয়োজন।

সোনালীনিউজ/এসআই/এমএএইচ

Wordbridge School
Link copied!