• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩০

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৩, ২০২০, ০১:১১ পিএম
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রেকর্ড গড়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের পালা টাইগারদের।

মঙ্গলবার (৩ মার্চ)দুপুর ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন গাজী টিভিতে।

প্রথম ওয়ানডে ১৬৯ রানের জয়ে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্বাগতিক বাংলাদেশ। রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে টাইগাররা। এছাড়া আফ্রিকান দলটির বিপক্ষে টানা ১৪ ম্যাচ জয়ের নজিরও গড়েছে মাশরাফি বাহিনী।

বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন। পেস অলরাউন্ডার সাইফের জায়গাতে ফিরেছেন শফিউল ইসলাম এবং কাটার মাস্টার মুস্তাফিজকে বাদ দিয়ে আল আমিনকে নেওয়া হয়েছে একাদশে।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমীন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!