• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

করোনা নেগেটিভের পর অনুশীলনে ফিরেছেন মুমিনুল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২০, ০৯:১২ পিএম
করোনা নেগেটিভের পর অনুশীলনে ফিরেছেন মুমিনুল

ঢাকা: করোনাভাইরাস নেগেটিভ হওয়ার পর আসন্ন বঙ্গবন্ধু টি২০ কাপ ২০২০ এর জন্য নিজেকে প্রস্তুত করতে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। আগামী ২৪ নভেম্বর থেকে টি২০ কাপ মাঠে গড়াবে।

গত ১০ নভেম্বর মুমিনুল হক ও তার স্ত্রী ফারিহা বাশার করোনা আক্রান্ত হন এবং বর্তমানে তারা করোনামুক্ত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

জাতীয় দলের টেস্ট অধিনায়ক বঙ্গবন্ধু টি২০ কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে মোহাম্মাদ মিথুনের নেতৃত্বে অংশ নেবেন।

টুর্নামেন্টের অন্য চারটি দল হলো- বেক্সিমকো ঢাকা, ফর্চুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!