• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
টাইগার শিবিবে বড় দু:সংবাদ

ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২২, ২০২০, ০৩:৩৪ পিএম
ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন

ছবি: সংগৃহীত

ঢাকা : আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে পাঁচ দলের ক্রিকেটাররা। রোববার অনুশীলন করতে দলের সঙ্গে যথারীতি মাঠে এসেছিলেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। এসেই বড় বিপদের সম্মুখীন হয়েছেন এই টাইগার অলরাউন্ডার। ইনজুরিতে পড়েছেন তিনি। 

জানা গেছে, অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন সাইফউদ্দিন। মিরপুর একাডেমি গ্রাউন্ডে ওয়ার্ম আপ করার সময় এই চোট পান তিনি। চোট এতটাই গুরুতর যে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। স্ক্যান করার পর এই অলরাউন্ডারের পরবর্তী অবস্থা জানা যাবে।

এ বিষয়ে রাজশাহীর আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, আপডেটটা আমি জানি না। আমরা কেউ ব্যাপারটায় ক্লিয়ার না। হালকা ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে ও ব্যথা পেয়েছে। পরে অ্যাংকেলে লেগেছে।

মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড: মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!