• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বঙ্গবন্ধু টি-২০ কাপের রিজার্ভ আম্পায়ার করোনায় আক্রান্ত


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৮, ২০২০, ০৯:৩২ পিএম
বঙ্গবন্ধু টি-২০ কাপের রিজার্ভ আম্পায়ার করোনায় আক্রান্ত

ফাইল ছবি

ঢাকা : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এক ম্যাচ অফিসিয়াল কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  করোনায় আক্রান্ত আম্পায়ারের নাম আলী আরমান।

শনিবার (২৮ নভেম্বর) রিজার্ভ আম্পায়ার হিসেবে দিনের দুই ম্যাচে দায়িত্ব পালন করার কথা ছিল তার। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় হোটেল ত্যাগ করেছেন তিনি।  

শনিবার চট্টগ্রাম বনাম জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে প্রধান আম্পায়ারদের ব্যাক-আপ হিসেবে টুর্নামেন্টে অভিষেক হওয়ার কথা আরমানের। রিজার্ভ আম্পায়ার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

তিনি বলেন, ‘তিনি (আলী আরমান) করোনা পজিটিভ হয়েছেন এবং ফলস্বরূপ তিনি হোটেল ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন। ’  

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!