• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মেসি বিহীন বার্সার সহজ জয়


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৩, ২০২০, ১০:৫৯ এএম
মেসি বিহীন বার্সার সহজ জয়

ফাইল ছবি

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই সহজ জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার রাতে ফেরেঙ্কভারোসকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা।

আগেই শেষ ষোলো নিশ্চিত করা বার্সা বিশ্রামে রাখে লিওনেল মেসিকে। ডায়নামো কিয়েভের বিপক্ষেও স্কোয়াডে ছিলেন না আর্জেন্টাইন তারকা।

ম্যাচে অবশ্য মেসির অনুপস্থিতি খুব একটা টের পাওয়া যায়নি। ম্যাচের ১৪ মিনিটেই জর্ডি আলবার পাসে ব্যাকহিলে গোল করেন আতোয়াঁন গ্রিজম্যান। ২০তম মিনিটে ডেম্বেলের পাসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েইট। ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে ৩-০ তে এগিয়ে দেন ডেম্বেলে।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। তবে ম্যাচের বাকি সময়ে গোল করতে ব্যর্থ হন গ্রিজম্যানরা। ফলে ৩ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কাতালানদেরকে।

এ জয়ের ফলে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে রয়েছে বার্সা। সমান ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ১২।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!