• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

আইসিসির দশকসেরা টি-২০ দলে রশিদ খান


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৭, ২০২০, ০৫:০১ পিএম
আইসিসির দশকসেরা টি-২০ দলে রশিদ খান

ছবি : ইন্টারনেট

ঢাকা : দেখতে দেখতে মহাকালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরো একটি দশক। গত ১০ বছরে টি টোয়েন্টি ক্রিকেটের মাঠ মাতিয়েছেন- এমন সব ক্রিকেটারকে নিয়ে একটি সেরা একাদশ গঠন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। সেই দশকসেরা একাদশে ১১ জন ক্রিকেটারের তালিকায় ভারতীয়দের আধিপত্য দেখা গেছে।

রোববার (২৭ ডিসেম্বর) টি টোয়েন্টি ফরম্যাটে চলতি দশকের সেরা ক্রিকেটারদের নিয়ে দল প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।সেখানে যায়গা হয়নি কোন বাংলাদেশি ক্রিকেটারের। দশকসেরা ওয়ানডে দলে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান জায়গা করে নিলেও, টি টোয়েন্টি একাদশে নেই কোন টাইগার ক্রিকেটার।

আইসিসির দশকসেরা টি-২০ একাদশ

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের দশকসেরা একাদশে আছেন ৪ ভারতীয় ক্রিকেটার। ওয়ানডের মতোই এই সংস্করণেও জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও মাহেন্দ্র সিং ধোনি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পেসার জাসপ্রিত বুমরাহও। 

দুই অস্ট্রেলিয়ান তারকা অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল আছেন দশকসেরা একাদশে। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও আছেন। 

দশকসেরা একাদশে জায়গা পেয়েছেন ২ জন ক্যারিবিয়ান, ১জন লঙ্কান ক্রিকেটার ও ১ জন আফগান ক্রিকেটার। ওয়ানডের মতো এই দলের নেতৃত্বেও থাকছেন ধোনি।

আইসিসির দশকসেরা টি টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মাহেন্দ্র সিং ধোনি (ভারত) (উই. ও অধি.), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জাসপ্রিত বুমরাহ (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!