• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আসন্ন সিরিজে মাশরাফির অভিজ্ঞতাটা সবাই মিস করবে


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৯, ২০২১, ০৪:৫০ পিএম
আসন্ন সিরিজে মাশরাফির অভিজ্ঞতাটা সবাই মিস করবে

ফাইল ছবি

ঢাকা : আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। করোনা বিরতির দীর্ঘ নয় মাস পর মাঠে ফিরছে টিম বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল আসছে বাংলাদেশে। এজন্য বাংলাদেশ দল ঘোষণাও করছে বোর্ড। সূচি অনুযায়ী আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

কিন্তু এই সিরিজে আর খেলা হচ্ছে না টাইগারদের সফল সাবেক ওয়ানডে অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার। আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম টেস্ট মাঠে গড়াবে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি।

এদিকে মাশরাফির অভিজ্ঞতাটা মিস করবে দল এমটাই মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। মাশয়াফির সামর্থ্য নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। 

শনিবার (৯ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। আকরাম খান বলেন, মাশরাফি একজন গ্রেট খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। তার মতো একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকটা দলের শক্তি কমিয়েছে এবং ওর যে অভিজ্ঞতা সেটার অভাব কিন্তু সবাই অনুভব করবে।

এই সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!